সোমবার   ১০ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে, সুবিধা পাবেন না সব যাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:২১ এএম, ৫ জুলাই ২০২৩ বুধবার

এমআরটি পাস বা র্যাপিড পাস ব্যবহারকারী যাত্রীদের সুবিধার্থে আগামী ৮ জুলাই থেকে মেট্রোরেল চলাচলের সময় রাতে আধাঘণ্টা বাড়ানো হচ্ছে। মঙ্গলবার (৪ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৮ জুলাই) থেকে রাত সোয়া ৮টা ও সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি স্টেশনে থেমে উত্তরার উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে।
আরও পড়ুন> জনসাধারণের জন্য উন্মুক্ত মেট্রোরেল, প্রথম দিনেই উপচেপড়া ভিড়

এই দুটি মেট্রো ট্রেনে শুধু এমআরটি পাস বা র্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে। সিঙ্গেল জার্নি টিকিট ব্যবহার করে যাতায়াত করা যাবে না। রাত ৮টার পরেও যেহেতু ৩০ মিনিট মেট্রোরেল চলাচল করে। সেই জন্য নতুন করে টিকিট কাটা যাবে না তবে এমআরটি পাস যাদের আছে তারা এই সুবিধা নিতে পারবে।
আরও পড়ুন> মেট্রোরেলে কোন গন্তব্যে কত ভাড়া

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা নাজমুল হোসেন জাগো নিউজকে বলেন, রাত ৮টায় টিকিট কাটা বন্ধ। তবে যারা টিকিট কেটেছে তাদের গন্তব্যে পৌঁছে দিতে দুটি ট্রিপ চালু করতে হয়। সুতরাং দুটি ট্রিপ যেহেতু চলে সুতরাং যাদের আগে থেকে টিকিটের ব্যবস্থা আছে বা এমআরটি পাস আছে তারা এই সুবিধা নিতে পারবে। তবে সিঙ্গেল টিকিটধারীরা এই সুবিধা পাবে না।