রাবিতে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রাজশাহী সংবাদদাতা
প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৪ জুন ২০২৩ শনিবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) রাতে রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে "Learn To Heal Your Soul : Pshychological First Aid For Mental Well-being" শিরোনামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে ক্লাবের সভাপতি মো.আব্দুল লতিফ বলেন, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন বলতে শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যকে বোঝায়। শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুটি একে অপরের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত।গুরুত্বের দিকটি বিবেচনায় শারীরিক স্বাস্থ্যকে মানসিক স্বাস্থ্যের চেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হচ্ছে। মানসিক স্বাস্থ্যের অবহেলার জন্য ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনার দিক বিবেচনা করে আমরা এই ওয়েবিনারের আয়োজন করেছি।
ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রশিক্ষক,যুব মানসিক স্বাস্থ্য প্রাথমিক চিকিৎসা, যুব কর্মী এবং পরামর্শদাতা (ক্যারিয়ার পরিকল্পনা) জিয়াউল হুদা হিমেল।তিনি মানসিক চাপে পড়ে কেউ যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেয় কিংবা ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকে নিজেকে কিভাবে প্রতিরোধ করা যায় এসব বিষয়ে আলোচনা করেন।
প্রোগ্রামটিতে স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন সেক্টরের চাকুরীজীবীসহ প্রায় দেড় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলপন।
ক্লাবের সভাপতি মো.আব্দুল লতিফ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি সোহানুর রহমান ও ইসরাত জাহান খান চৌধুরী এবং সাবেক সভাপতি আবিদ হাসান।
