মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৪ জুন ২০২৩ শনিবার

চাঁপাইনবাবগঞ্জে নানান অনুষ্ঠান পালনের মধ্যে দিয়ে আন্দোলন সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিশাল মিছিল নিয়ে শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের নেতাকর্মীরা। এসময় বিভিন্ন গান আর মুহূর্মুহু করতালি দিয়ে রাজপথে থাকার জানান দেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর সমাবেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠার রাজনৈতিক ইতিহাস ও বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড, কর্মপরিকল্পনা, লক্ষ্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তৃণমুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- দলটির জেলা
শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান এমপি ও সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্ধসঢ়;বান জানান তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন- শিবগঞ্জের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. দুররুল হুদা, উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের
নেতাকর্মীরা। এরআগে নেতৃবৃন্দদের নিয়ে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।