তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া বেগম নামের এক নারীর মৃত্যু
আহম্মদ কবির,তাহিরপুরঃ
প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৪ জুন ২০২৩ শনিবার
সুনামগঞ্জের তাহিরপুরে বৈদ্যুতিক তারের সাথে স্পৃষ্ট হয়ে আছিয়া বেগম(৪৫)নামের এক নারীর মৃত্যু হয়েছে।
আজ (২৩জুন) শুক্রবার বিকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মুল্লিকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।নিহত আছিয়া বেগম,উপজেলার বাদাঘাট ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাদল মিয়ার স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী।
জানা যায়, শুক্রবার (২৩ই জুন) বিকালে,নিহতের পাশ্ববর্তী বসতঘরে আগুন লাগে।আগুন লাগার কিছু ক্ষনের মধ্যেই,ঘরের মালিক মইনুল হকসহ পাড়া মহল্লার লোকজন মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরে থাকা আসবাবপত্র বৈদ্যুতিক তারের আগুনে পুড়ে যায়।এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের আসবাবপত্র দেখতে গিয়ে আছিয়া বেগম বিদ্যুতস্পৃষ্ট হয়ে,ঘটনাস্থলেই মারাযায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, বিদ্যুৎ স্পষ্ট হওয়ার খবর শুনেই,বাদাঘাট পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এস আই জাহাঙ্গীর আলম ও এএস আই নাজিমসহ পুলিশ বাহিনীকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে,সুরতহাল প্রতিবেদন তৈরী করে, সুনামগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলমান।
