মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সাথে ইউএনও

কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১৮ জুন ২০২৩ রোববার

কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজিজুর রহমান। রবিবার (১৮জুন) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক ইউনিয়নের গণমাধ্যমকর্মীদের সাথে ইউএনও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন, সম্ভাবনা, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক ও নয়া দিগন্তের কালীগঞ্জ উপজেলা সংবাদদাতা কাজী মোহাম্মদ ওমর ফারুক, সদস্য সচিব ও দৈনিক খোলা কাগজের কালীগঞ্জ প্রতিনিধি মোঃ আশরাফুল হক, আমাদের নতুন সময়ের মূ. নাজমূল ইসলাম, মুক্ত সংবাদের মোয়াজ্জেম হোসেন রাসেল, দৈনিক সময়ের আলোর গোলাম রসুল দৈনিক ঢাকা প্রতিদিনের কামরুল হাসান মোল্লা, দৈনিক সমাচারের আবুল কালাম  খান, দৈনিক স্বদেশ প্রতিদিনের মাহবুব আলম,সময়ের কাগজের মনির আহম্মেদ, দৈনিক সংবাদ প্রতিদিনের ইকবাল হোসেন ভূইয়া, দৈনিক বাংলাদেশ সমাচারের ফয়সাল দেওয়ানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের নিকট কালীগঞ্জের উন্নয়নে ও সরকারের ভিশন বাস্তবায়নে
সহযোগিতা কামনা করেন।