গাজীপুর সদরে নিরাপত্তা কর্মী`র উপর মাদক ব্যবসায়ী হামলা
মোঃ নজরুল ইসলাম,গাজীপুর
প্রকাশিত : ০৩:১১ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার
গাজীপুর জেলার সদর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে মেম্বার বাড়ি বাজারের নিরাপত্তায় নিয়োজিত জি টু এস সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড এর কর্মীর উপর হামলা চালিয়েছেন মাদক ব্যবসায়ীরা এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছ
১৬ই জুন রাত ২ টা ২০ মিনিটে বানিয়ারচালা গ্রামের রতন মিয়ার ছেলে সাকিব মিয়া (২৩) এবং একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রনি ইসলাম (২৩) উভয় কে মেম্বার বাড়ি বাজারের ভিতরে মাদক বেচাকেনার সময় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে নিরাপত্তা কর্মী মোঃ বাবুল(২৪) কে পিটিয়ে আহত করে।
সংবাদ পেয়ে জি টু এস সিকিউরিটি কোম্পানি কর্তৃপক্ষ আহত নিরাপত্তা কর্মী কে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করেন ।
এ বিষয়ে জয়দেবপুর থানার এস আই খালেকুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
