সোমবার   ১০ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিমানে যাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফেরার সময় এর যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফেরার সময় এর যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।  

শুক্রবার (১৬ জুন) বাংলাদেশ সময় মধ্য রাত। মাঝ আকাশে ঢাকার পথে ছুটে চলছে যাত্রী বোঝাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। রাতের খাবার খেয়ে বিমানের সিটে বসে অলস সময় কাটাচ্ছেন অনেকে, আবার কেউ কেউ তাদের সিটের মনিটরগুলোতে নাটক-সিনেমা দেখছেন।
ফ্লাইটে এমন একটা সময় সবাইকে অবাক করে যাত্রীদের কাছে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো বিমান ঘুরে ঘুরে যাত্রীদের সিটের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।  

হঠাৎ প্রধানমন্ত্রীকে দেখে, সরাসরি কথা বলার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হন অনেকে।  এ সময় যাত্রীদের অনেকে বঙ্গবন্ধু কন্যার সঙ্গে ছবিও তোলেন।

শেখ হাসিনা গভীর স্নেহ নিয়ে শিশুদের সঙ্গেও কথা বলেন। শিশুদের সঙ্গে খোশগল্পও করেন বঙ্গবন্ধু কন্যা। কয়েকটি শিশুকে কোলেও নেন প্রধানমন্ত্রী।  

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, যাত্রীদের অনেকে ফ্লাইটে প্রধানমন্ত্রীকে তাদের সিটের পাশে পেয়ে বিস্মৃত হয়েছেন, হয়েছেন অভিভূত।

কুশল বিনিময়ের পাশাপাশি যাত্রীদের কয়েকজন প্রধানমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন  সমস্যা, সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।  প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে এসব শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে যোগদান উপলক্ষে সুইজারল্যান্ডের জেনেভা সফর করেন প্রধানমন্ত্রী।

গত মঙ্গলবার (১৩ জুন) স্থানীয় সময় বিকেলে জেনেভা যান প্রধানমন্ত্রী। সফর শেষে শুক্রবার (১৬ জুন) বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে ঢাকা পৌঁছান তিনি।