মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

কবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ভুক্তভোগীদের মানববন্ধন

মোঃ নজরুল ইসলাম,গাজীপুর উত্তর প্রতিনিধি

প্রকাশিত : ০১:১২ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে অবস্থিত জাথিলা ফরেস্ট অফিসের ফ্রি ম্যান কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ এনে জাথিলা বিট অফিসের সামনে  এলাকাবাসী ও ভুক্তভোগীরা  মানববন্ধন ও বিক্ষোভ  করেছেন।

 ১৬ জুন শুক্রবার বেলা ১২টায় জাথিলা বিট অফিসের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ এর আয়োজন করে ফ্রি ম‍্যান কবিরের শিকার হওয়া ভুক্তভোগী ও এলকাবাসী।

 ভুক্তভোগীরা জানান, শিমুলিয়া কম্বলপাড়া গ্রামের মৃত ওয়াজউদ্দিনের ছেলে কবির, বন বিভাগের প্লট বরাদ্দ পাইয়ে দেওয়ার কথা বলে ৩০/৪০ জন গরীব অসহায় পরিবারের কাছ থেকে কয়েক লক্ষ্য টাকা প্রতারণা করে  হাতিয়ে নিয়েছে।

 কবিরের প্লট বরাদ্দ দেয়ার প্রতারণার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী জলিল মিয়া জানান, কবির জাথিলা বিটে ফ্রি-ম‍্যানের কাজ করে, সে আমাকে বনের প্লট পাইয়ে দেয়ার কথা বলে আমার কাছ থেকে বেশ কিছু টাকা নেয়। প্লট বরাদ্দ দেয়ার জন্য   টাকা নেয়ার পরে অনেক দিন অতিবাহিত হওয়ার পরেও আমার প্লটেরও খবর নাই আমার টাকারও খবর নাই। এখন তার কাছে টাকা চাইতে গেলে উল্টো বনের মামলা দেয়ার ভয় দেখায়। তাই সুষ্ঠ বিচারের মাধ্যমে আমি আমার টাকা ফেরত চাই।

ঐ এলাকার আরেক ভুক্তভোগী আম্বিয়া জানান, বনের প্লট বরাদ্দ পাবো এই আশায়   প্রলোভিত হয়ে আমি সহ আনেকে ঋণ করে কবিরের হাতে টাকা দিয়েছি। সেই ঋনের টাকার বোঝা এখনো বইছি।আমাদের সাথে যারা প্লটের জন‍্য আবেদন করেছে তারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছে। কিন্তু তিন বছর অতিবাহিত হবার পরেও আমাদের প্লট বরাদ্দের কোনো খবর নাই। তাই আজকে আমরা আমাদের টাকা ফেরত পাওয়ার জন‍্য মানববন্ধন করছি। আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন করছি প্রতারক কবিরকে আইনের আওতায় এনে আমাদের টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করে দেয়া হউক। 

স্থানীয় দুইটি ওয়ার্ডের মেম্বার উক্ত মানববন্ধনে উপস্থিত হয়ে,  জানান আমরা কিছুদিন হয়েছে আমরা জানতে পেরেছি,  বিগত ৩/৪ বছর আগে অসহায় গরীব মানুষের কাছ থেকে প্লট দেওয়ার কথা বলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয় এই কবির। আমরাও চাই এই বিষয়ে কবিরের দৃষ্টান্ত মূলক শাস্তি হউক। ভুক্তভোগীরা যদি লিখিত আকারে ইউনিয়ন পরিষদে নালিশ করে, আমরাও এই প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার জন‍্য কবিরের বিচার করে।সকলের টাকা ফেরত পাইয়ে দেয়ার জন্য চেষ্টা করব।

 এ ব্যাপারে জাথিলা বিট কর্মকর্তা এমদাদ হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, কবিরের দুর্নীতি ও টাকা নেওয়ার কথা শুনেছি। কিন্তু এই ঘটনা আমি  জাথিলা বিটে আসার আগেই ঘটেছে। উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।