মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে বিজিবি

মোঃ রাশেদুল ইসলাম,ইসলাম

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার

পঞ্চগড়ে'র তেঁতুলিয়া উপজেলায় ৪০ পিস নিষিদ্ধ মাদক, ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে পঞ্চগড় ব্যাটালিয়ন-১৮ বিজিবি এর তেঁতুলিয়া বিওপি'র সদস্যরা । আটক ব্যক্তি মোঃ সোহেল মিয়া (৩৮) উপজেলার তেলিপাড়া এলাকার মোঃ বসির আলম এর ছেলে। এ সময় মমিনপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মোঃ আরিফ হোসেন (৩৫) পালিয়ে যায়। বুধবার (১৪- জুন) সন্ধ্যা ৭.৩০ মিনিটে তেঁতুলিয়া বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার মাগুরাবস্তী নামক স্থান থেকে সোহেল মিয়াকে ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। জানা গেছে, কয়েকজন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশের দিকে আসতেছে বিজিবি এর নিজস্ব গোয়েন্দার এমন তথ্যের ভিত্তিতে তেঁতুলিয়া বিওপি এর হাবিলদার মোঃ আছলাম হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ সীমান্ত মেইন পিলার নং- ৪৪২ এর ৬ এস এবং ৭ এস এর মাঝামাঝি ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিএসপি পোষ্ট এর পার্শে কাঁচা রাস্তার উপর অবস্থান নিলে সন্ধেহজনক মোটরসাইকেল থামতে সিগন্যাল দেওয়া হয়। সিগন্যাল না মেনে তারা পালানোর চেষ্টা কালীন সোহেল মিয়া'কে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করা হয়। এ সময় মোঃ আরিফ হোসেন নামের আরেকজন পালিয়ে যায়। পরে আটক আসামী, ইয়াবা ট্যাবলেট সহ তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ আবু সায়েম মিয়া বলেন, সকল আইনি প্রক্রিয় শেষে আটক মোঃ সোহেল মিয়া'কে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বোলে জানান তিনি।