চোরাইপথে গবাদিপশু প্রবেশ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৩:২১ পিএম, ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার
দেশে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ ও বিট খাটাল বন্ধ রয়েছে। তা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান জননিরাপত্তা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার সই নকল করে ভুয়া কাগজপত্র ইস্যু করে অবৈধ বিট খাটাল স্থাপন করে স্বার্থ হাসিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই চোরাইপথে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ নিয়ে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷
এতে বলা হয়েছে, দেশের ক্রমবর্ধমান আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে বর্তমানে দেশীয় খামারিরা অত্যন্ত সফলতার সাথে দেশের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে গোমাংস ও দুগ্ধ উৎপাদন করছে। এতে খামারিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এ বিষয়টি নিশ্চিতকরণের জন্য বেসরকারি উদ্যোক্তাদের আরও উৎসাহিত করা হচ্ছে।
এতে আরও বলা হয়েছে, চোরাইপথে অবৈধভাবে গবাদিপশু দেশে প্রবেশ কঠোরভাবে বন্ধ করা এবং দেশের সীমান্ত এলাকায় গবাদিপশুর বিট খাটাল স্থাপন সম্পূর্ণভাবে বিগত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অনুশাসন রয়েছে।
এছাড়া, বর্ডার গার্ড বাংলাদেশ এ বিষয়ে পুরোপুরি অবহিত রয়েছে এবং তারা বিট খাটাল সংক্রান্ত কোনো স্লিপ ইস্যু করেনি মর্মে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে।
অসাধু, প্রতারক চক্রের জাল ও ভুয়া পত্র ইস্যুকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের লক্ষ্যে মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এছাড়া বিট খাটাল সংক্রান্ত কোনো বিষয়ে সংশ্লিষ্ট সকল ও জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
