মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

গাজীপুরে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

মোঃ নজরুল ইসলাম,গাজীপুর উত্তর

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১৪ জুন ২০২৩ বুধবার

গাজীপুরের শালবনে বিল্লাল হোসেন (৫২) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুন) দুপুরে সদর উপজেলার বিকেবাড়ী সিটপাড়া শালবন থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ।

নিহত বিল্লাল ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া থানার রাঙ্গামাটি গ্রামের রজব আলীর ছেলে।

জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, স্থানীয়রা শালবনের ভেতরে গাছে ফাঁস নেওয়া অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।