মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

নব-নির্বাচিত চেয়ারম্যান এবং ইউপি সদস্যের আনুষ্ঠানি দায়িত্ব গ্রহণ

মোঃ নজরুল ইসলাম,গাজীপুর উত্তর প্রতিনিধি

প্রকাশিত : ০১:১৪ পিএম, ১৪ জুন ২০২৩ বুধবার

সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই, এমপি সবুজ 

সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই, এমপি সবুজ 

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ বলেন, সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত জমি দখল মুক্ত নির্যাতন মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই।

 

সোমবার (১২ জুন) দুপুরে গাজীপুর সদর উপজেলার নব-নির্বাচিত পিরুজালী ইউনিয়নের চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য এবং ইউ পি সদস্যদের দায়িত্ব গ্রহন উপলক্ষে পরিষদ চত্বরে

এক আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন। 

 

এ সময় জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাতাব উদ্দিন ও স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যদি কোন মাদক সেবন ও বিক্রেতাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করার পর আমার দলের নেতা যদি সেটার তদবির করে, এমন’কি কোন ইউপি চেয়ারম্যান বা সদস্য কোন তদবির করে। তাহলে আমাকে জানান। আমি শুধু সংসদ সদস্যই নয়। আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।

 

এসময় তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অত্যন্ত জনগণের সাথে সম্পৃক্ত একটি প্রতিষ্ঠান। এখানে মানুষের পাশে থেকে খুব সহজেই মানুষের সেবা করা যায়।  আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদেরসহ নেতাকর্মীদের নিয়ে জনগণের সেবা করে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই।

 

এর আগে মির্জাপুর ইউনিয়ন পরিষদের

নব-নির্বাচিত চেয়ারম্যান ও সকল সদস্যদের দায়িত্বগ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নেন। এসময় চিত্রনায়ক ওমর সানী ও তার সহধর্মিণী মৌসুমীও নব-নির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলালকে ফুলেল শুভেচ্ছা জানান। দুপুরে পিরুজালীর অনুষ্ঠানের পর ভাওয়ালগড় ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া মাহফিল

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও অংশ নেন।

 

এসব অনুষ্ঠানে পিরুজালী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জালাল উদ্দিন, মির্জাপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সালাউদ্দিন সরকারকে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, ভাওয়াল মির্জাপুর কলেজের অধ্যক্ষ মো.এনামুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, পিরুজালী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জিয়ারত সিকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাছির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

 

 অনুষ্ঠান শেষে মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, পিরুজালীতে জালাল উদ্দিন ও ভাওয়ালগড় ইউনিয়নে সালাউদ্দিন সরকার তাদের দায়িত্ব বুঝে নেন।