চাঁপাইনবাবগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৭:২৯ পিএম, ১১ জুন ২০২৩ রোববার
বাংলাদেশ ব্যাংকের আর্থিক শি¶া কর্মসূচির আওতায় লিড ব্যাংক হিসেবে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সৌজন্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শি¶ার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৩’। শনিবার(১০জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব(টাউন ক্লাব) মিলনায়তনে জেলার আরও ৩২টি তফসিলি ব্যাংকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই কনফারেন্স। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী’র নির্বাহী পরিচালক কাজী রফিকুল হাসান। সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ঢাকা প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট খোরশেদ আলম চৌধুরী -এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক, রাজশাহী’র অতিরিক্ত পরিচালক মোঃ রবিউল আলম, বাংলাদেশ ব্যাংক ঢাকা প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট) গোলাম সারোয়ার, চাঁপাইনবাবগঞ্জ’র জেলা শি¶া অফিসার মোহাঃ আব্দুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাউথইস্ট ব্যাংক লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ শাখার শাখা প্রধান সুব্রত কুমার ঘোষ। কনফারেন্সে শি¶ার্থীরা নিজেদের সঞ্চয় বিষয়ক নানা অভিজ্ঞতা তুলে ধরে। এছাড়া শি¶করাও তাদের মতামত দেন। স্কুল ব্যাংকিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একটি র্যালি টাউন ক্লাব থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদ¶িণ করে। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে কনফারেন্সের উদ্বোধন করা হয়। এরপর আর্থিক শি¶া বিষয়ক আলোচনা শুরু হয়। শি¶ার্থীরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের অ্যাপ ব্যবহার করে কীভাবে ব্যাংকে সঞ্চয় করতে পারবে সে বিষয়ে আলোকপাত করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস পদ্ধতিকে উৎসাহিত করবে আধুনিক প্রযুক্তির ব্যবহার। যা ধরে রাখবে আজকের নবীন প্রজন্ম। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয় স্কুল ব্যাংকিং কনফারেন্স।
