গাজীপুরে ইকবাল হোসেন সবুজ এম.পি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ
মোঃ নজরুল ইসলাম,গাজীপুর
প্রকাশিত : ১১:৩১ এএম, ১০ জুন ২০২৩ শনিবার
গাজীপুরে রাজেন্দ্রপুর প্রগতি সংঘের আয়োজনে ইকবাল হোসেন সবুজ এম.পি. ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ ফাইনাল ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়েছে।
৯ই জুন শুক্রবার বিকালে বনানী প্রগতি সংঘ মাঠে রুদ্রপুর ফুটবল একাদশ গাজীপুর সদর বনাম ফ্রেন্ডস ফুটবল একাদশের মধ্যে এই ফাইনাল ফুটবল ফেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় গাজীপুর জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উরিয়ে খেলার উদ্বোধন করেন এবং সম্পুর্ণ খেলা উপভোগ করে ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণ করেন।
শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য ও গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল ইসলাম শিমুল এবং রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য ও রাজাবাড়ী ইউনিয়নের সভাপতি পদ প্রার্থী ইউসুফ আলী শেখ এর পরিচালনায় বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সামসুল আলম প্রধান,গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যড. রীনা পারভীন,শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম,শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ এ.এফ.এম নাসিম,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি হুমায়ন কবির হিমু,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ফরিদ।
ইকবাল হোসেন এম.পি ফুটবল টুর্নামেন্টের সভাপতি ও রাজেন্দ্রপুর বনানী প্রগতি সংঘের সাধারণ সম্পাদক আলী আসকর এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, গাজীপুর জেলা আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তারুজ্জামান পলান। ফুটবল খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ কামাল।
ইকবাল হোসেন সবুজ এম.পি ফাইনাল ফুটবল খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পাড়ায়, খেলা ট্রাইবেকারে ৫-০ ব্যবধানে ফ্রেন্ডস ফুটবল একাদশকে পরাজিত করে রুদ্রপুর ফুটবল একাদশ,গাজীপুর সদর বিজয়ী হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে টিভিএস কম্পানির একটি মটরসাইকেল পুরুষ্কার হিসেবে এবং রানার আপ দলকে একটি ফ্রিজ পুরুষ্কার দেয়া হয়।
