মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

মাগুরায় অধিগ্রহণকৃত স্থানে ক্ষতিপূরণের এল এ চেক বিতরণ অনুষ্ঠিত

শামীম শরীফ

প্রকাশিত : ১১:৪৬ এএম, ৯ জুন ২০২৩ শুক্রবার

মাগুরা পারনান্দুয়ালী মোল্লাপাড়া ৯ জুন ২০২৩ ইং বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় অধিগ্রহণকৃত স্থানে ক্ষতি পূরণের এল এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন মাগুরা।
প্রকল্প নাম্বার ৫, ৬, ৭, এর মধ্যে ১ শত ৭৫ কোটি ১০ লক্ষ টাকার মধ্যে ৪০টি চেক ৩৭ জনকে ৮ কোটি ৩৮ লক্ষ ৫৮ হাজার ৭৬২ টাকা/৫২ বিতরণ করা হয়।

চেকের মাধ্যমে যারা টাকা পেয়েছেন তারা বলেন অধিগ্রহণের টাকা নিতে গেলে ডিসি কোর্টে দিনের পর দিন ধর্না দিতে হয়, এমনকি অসাধু চক্রের ষড়যন্ত্রে ও পড়তে হয়।

কিন্তু বাস্তবে দেখলাম তার উল্টোটা, মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ স্যারের কারণে জমিতে দাঁড়িয়েই টাকা বুঝে পেলাম।

বর্তমান সরকার বাজার মূল্যে জমির তিনগুণ টাকা দিয়ে জমি কিনেছে, এমনকি ওই জমিতে কোন প্রকার গাছ গাছালি থাকলেও দশ বছর পর্যন্ত ওই ধরন্ত গাছে যে ফল হবে তার দাম নির্ণয় করে টাকা বুঝিয়ে দিয়েছেন।

এমন ঘটনা এর আগে কখনো দেখি নাই, এইজন্য অধিগ্রহণের সকল ব্যক্তিরা বর্তমান সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এবং মাগুরা জেলা প্রশাসক জনাব আবু নাসের স্যারকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাইপাস রাস্তা মাগুরা পল্লী বিদ্যুৎ থেকে শুরু করে মঠবাড়িয়া হয়ে ইট খোলা বাজার পর্যন্ত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক, মাগুরা, তিনি বলেন সরকার আমাকে পাঠিয়েছে আপনাদেরকে সেবা করার জন্য, আমার কাছে মনে হয়েছে আপনারা ডিসি কোর্টে গিয়ে বসে থাকবেন সময় নষ্ট করবেন এটা হতে পারে না, আপনাদের কথা ভেবেই আমি আপনাদের কাছে এসেছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য।

আরও অনেকে আছেন যারা টাকা পাননি, আমি চেষ্টা করব যাতে করে দ্রুত তারা টাকা পেয়ে যান।

যে সকল জমিতে কেস আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কেস মিটিয়ে আসলেই আমি সাথে সাথে তাদের টাকা দিয়ে দেবো।

অনুষ্ঠানে আরে বক্তব্য রাখেন, প্রশান্ত কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
মোঃ আশিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, সওজ সড়ক বিভাগ মাগুরা। মোঃ তারিক-উল হাসান, ইউওন, মাগুরা সদর। রাখী ব্যানার্জি, ভূমি অধিগ্রহণ, কর্মকর্তা। অপূর্ব কুমার বিশ্বাস, ভূমি সহকারী কর্মকর্তা, পৌর ভূমি অফিস, মাগুরা সদর।

শামীম আহমেদ খান, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব মাগুরা।

বীর মুক্তিযোদ্ধা, মুন্সি রেজাউল হক, সহ- সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, জেলা শাখা, মাগুরা। মগগুল হাসান মাকুল, পৌর, প্যানেল মেয়র, মাগুরা পৌরসভা। মোঃ আব্দুল কাদের গনি মোহন, কাউন্সিলর, ৬ নং ওয়ার্ড মাগুরা পৌরসভা। সুরাইয়া ফেরদৌসী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ৪,৫,৬, মাগুরা পৌরসভা। সাকিব হাসান তুহিন, কাউন্সিলর ৭ নং ওয়ার্ড পৌরসভা মাগুরা।