গাজীপুরের শ্রীপুরে কমিউনিটি পুলিশ ও বিট পুলিশিং সম্মেলন অনুষ্ঠিত
মোঃ নজরুল ইসলাম,গাজীপুর
প্রকাশিত : ০৫:২২ পিএম, ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার
কমিউনিটি পুলিশের মূল মন্ত্র শান্তি শৃংখলা সর্বত্র, কমিউনিটি পুলিশ বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি।এই শ্লোগাণে কমিউনিটি পুলিশ ও বিট পুলিশিং সম্মেলন অনুষ্ঠিত হলো গাজীপুরে।
৮ই জুন বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গ্রীনভিউ এন্ড গলফ রিসোর্টে কমিউনিটি পুলিশ ফোরাম এবং শ্রীপুর থানা পুলিশের আয়োজনে এই অনুষ্ঠানটি করা হয়।
উক্ত সম্মেলনে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) কমিউনিটি পুলিশ ফোরামের প্রধান সমন্বয়ক মোহাম্মদ সানোয়ার হোনের( পিপি এম বার)
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়াম্যান এডভোকেট শামসুল আলম প্রধান,উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম,শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এ.এফ.এম নাসিম,কমিউনিটি পুলিশ ফোরামের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর মোহাম্মদ আলী ফকির,কমিউনিটি পুলিশ ফোরামের সদস্য সচিব মাসুদ আলম ভাঙ্গী সহ সকল বিট পুলিশ ইউনিটের সদস্য, জনপ্রতিনিধ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিক,অত্র উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা।
