মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

৩ ঘণ্টা পর ওয়ারীর আগুন নিয়ন্ত্রণে

রিয়াদ হোসাইন 

প্রকাশিত : ১১:৫১ এএম, ৭ জুন ২০২৩ বুধবার

রাজধানীর ওয়ারীতে টিপু সুলতান রোডে গ্যাস লাইনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

রাজধানীর ওয়ারীতে টিপু সুলতান রোডে গ্যাস লাইনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন। এর আগে মঙ্গলবার (৬ জুন) দিনগত মধ্যরাত ২টা ২৫ মিনিটে আগুন লাগে।

এরশাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে দীর্ঘ সময়েও আগুন নিয়ন্ত্রণে না আসার বিষয়ে তিনি বলেন, তিতাসের লাইন দিয়ে এখনো গ্যাস আসছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আসছে না। গ্যাস সরবরাহ বন্ধ না হওয়া পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে আসতে অনেক সময় লাগবে। গ্যাস সরবরাহ বন্ধ করার জন্য তিতাসকে বলা হয়েছে।