সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৪ শ্রমিক নিহত
সিলেট প্রতিবেদক
প্রকাশিত : ১০:৫০ এএম, ৭ জুন ২০২৩ বুধবার

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৪ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (৭ জুন) ভোরে উপজেলার নাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনিরুজ্জামান।
তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।