আজ বাহাদুর নবাবস্যার সলিমুল্লাহ্`র ১৫২তম জন্মবার্ষিকী
শাহরিয়ার ইসলাম শ্রাবণ
প্রকাশিত : ১০:২৬ এএম, ৭ জুন ২০২৩ বুধবার

বুধবার রাজধানী বেগম বাজার কে.এম.আজম.লেন ওনার কবরস্থানে নবাব স্যার সলিমুল্লাহর ১৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ নিম্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ ৭ জুন বুধবার সকাল ৯ টায় বেগম বাজার, কে এম আজম লেন, কবরস্থানে মরহুমের মাজারে ফাতেহা পাঠ ও ৯ জুন বৃহস্পতিবার নয়াপল্টনস্থ মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার প্রধান আলোচক থাকবেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য জনাব আতিকুল ইসলাম ও মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা অতিরিক্ত মহাসচিব আলহাজ্ব আকবর হোসেন পাঠান, কাজী এ এ কাফিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।
উপমহাদেশের মুসলিম জাগরণের মহানায়ক, মুসলিম লীগ ও আহসানউল্লাহ্ ইঞ্জিনিয়ারিং স্কুল (বর্তমান বুয়েট) প্রতিষ্ঠাতা, স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা.স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হসপিটাল. ঢাকা বিশ্ববিদ্যালয়ের। উপমহাদেশের মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির অগ্রনায়ক, ঢাকার নবাব ও মুসলিম লীগের প্রতিষ্ঠাতা স্যার সলিমুল্লাহর ১৫২তম জন্মবার্ষিকী আজ। ১৯১৫ সালের আজকের এই দিনে তিনি জন্ম নেন।