মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে পাথরবোঝাই ৩টি ভারতীয় ট্রাক ও মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ৪ জুন ২০২৩ রোববার

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বিজিবি ও কাস্টমস’র যৌথ টাস্কফোর্স অভিযানে আমদানিকৃত পাথরবোঝাই ভারতীয় ট্রাক থেকে মালিকবিহীন ৮৫টি ভারতীয় মোবাইল ফোনসেট জব্দ হয়েছে। এছাড়া জব্দ হয়েছে ১৬২টন পাথর বোঝাই ৩টি ভারতীয় ট্রাক।

গতকাল শনিবার (৩ জুন) বিকেল ৩টার দিকে বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড ইয়ার্ডের ৪নং গেইট এলাকায় চালকবিহীন ৩টি ট্রাকে অভিযান চালানো হয়। এসময় ট্রাকগুলির চালক কেবিনের ভেতরে বিভিন্ন স্থানে লুকানো ৮৫টি মোবাইল ফোন পাওয়া যায়।

অভিযানে নেতৃত্ব দেওয়া চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মোবাইল ফোন পাচারের গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী অভিযান চালানো হয়। তল্লাশীকালে একটি ভারতীয় ট্রাক হতে এক বোতল ভারতীয় মদও জব্দ করা হয়। অভিযানে কাস্টমস পক্ষে নেতত্ব দেন স্থলবন্দর কাস্টমস ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।