মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

ভালুকায় শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারে উঠান বৈঠক ও গণসংযোগ

আশিকুর রহমান শ্রাবন

প্রকাশিত : ০২:২৩ পিএম, ৪ জুন ২০২৩ রোববার

ময়মনসিংহের ভালুকায় শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার উথুরা ইউনিয়নের সাতটি স্থানে ময়মনসিংহ ১১ (ভালুকা) আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এম এ ওয়াহেদের উদ্যােগে ওই উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

 

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উথুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ।

 

 এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন, উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, সাবেক চেয়ারম্যন বজলুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু বকর সিদ্দিক বুলবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজ আলম প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন  পাঠান, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, বর্তামান সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, সহ-সভাপতি আল ইমরান সরকার, হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাসান পারভেজ প্রমুখ সহ স্থানীয় নেতৃবৃন্দ ।