রাজধানীসহ সারা দেশে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত : ০২:০৯ পিএম, ২৬ মে ২০২৩ শুক্রবার
রাজধানীসহ সারা দেশে আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এ ছাড়াও দু-এক জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যানুসারে, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের উত্তম-পশ্চিম দিকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। ধীরে ধীরে সারা দেশে বাড়বে তাপমাত্রা।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ৪৪ মিলিমিটার।
