মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ বাংলাদেশী মারা গেছে

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়

প্রকাশিত : ১০:৪৩ পিএম, ২২ মে ২০২৩ সোমবার

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ বাংলাদেশী পাথর শ্রমিক মারা গেছে। রবিবার (২১-মে) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভুতিপুকুর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোঃ পলাশ (৩৫)। সে উপজেলার ৬নং ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর বগুলাহাটি গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ভুতিপুকুর হতে ৫০০ মিটার পূর্ব পার্শে শাও নদীর মাঝখানে পাথর উত্তোলনের সময় নদীর ওপারে ভারতের চা বাগান থেকে বিএসএফ ভিকটিমকে লক্ষ্য করে গুলি করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথম ধাপের চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘক্ষণ মৃত্যুর সাথে পাঞ্জালড়ে রাত আনুমানিক আটটার দিকে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ রাকিবুল হাসান বলেন, তিনটার সময় রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে আসা হয়। তার পেটে গুলি করা হয়েছে। আমরা সাধ্যমত চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসা'র জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট ৬নং ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মুসলিম উদ্দিন বলেন, ঘটনার সময় আমি উপজেলায় ছিলাম। তারা বাংলাদেশ সীমান্তে পাথর উত্তোলন করছিল। এমতাবস্থায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী তাকে লক্ষ্য করে গুলি করে।