মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

ভালুকায় বর্তমান সরকারের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

আশিকুর রহমান শ্রাবণন

প্রকাশিত : ১০:৪০ পিএম, ২২ মে ২০২৩ সোমবার

ময়মনসিংহের ভালুকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রাক নির্বাচনী উঠান বৈঠক, শুরু করেছেন ময়মনসিংহ ১১ ভালুকা আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

 

তারই ধারাবাহিকতায় ২০ মে শনিবার সন্ধ্যায় উপজেলার   ধীতপুর ইউনিয়নের শান্তিগঞ্জ বাজার এলাকায় প্রাক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

উঠান বৈঠকে  ধীতপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন,  স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।

এ সময়  উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, ধীতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান খান শারফুল, ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক উমর হায়াৎ খান নইম, সহ-দপ্তর সম্পাদক আফতাব আহমেদ মাহবুব উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবিব মোহন, সহ-সভাপতি শরিফুল আলম খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক অনিক তালুকদার,ধীতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৌফিক মন্ডল, সার্বিক পরিচালনায় ছিলেন আবু সাইয়িদ মাষ্টার, নাজমুল হক ফরাজি প্রমূখ।