পটুয়াখালীতে (৫৩৫০) পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
মোঃ জামাল আকন, পটুয়াখালী
প্রকাশিত : ১০:৩৫ পিএম, ২২ মে ২০২৩ সোমবার
পটুয়াখালীতে ৫৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কাবারিকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীতে পাঁচ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের কিসমত মৌকরণ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন মোঃ শাহিন (২৮) ও রিফাত উল্লাহ (১৯)। এদিকে কিসমত মৌকরণ এলাকার মজিদ গাজীর ছেলে রহমান গাজী (৩৮) পলাতক রয়েছেন।মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং অতিরিক্ত দায়িত্ব পটুয়াখালীর সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা দুজন ইয়াবা চালানকারীদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে রহমান গাজীর বাড়ি থেকে ৫৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামিদের পটুয়াখালী সদর থানায় সোপর্দ করা হয়েছে।পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, গ্রেফতাররা এখন থানা হাজতে আছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হবে।
