মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

শ্রীপুরে স্কুল ছাত্রকে হত্যা,বিচারের দাবিতে  বিক্ষোভ ও মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ২০ মে ২০২৩ শনিবার

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা সিঙ্গারদিঘী গ্রামের মেধাবী স্কুল শিক্ষার্থী মাহফুজ ফরাজীকে বাড়ি থেকে ডেকে নিয়ে  হত্যা করে সড়ক দূর্ঘটনার নাটক সাজিয়েছে বলে  অভিযোগ করেছে তার পরিবার।এই হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।বৃহস্পতিবার(১৮ মে)সকাল ১১ টায় সিঙ্গারদিঘী উচ্চ বিদ্যালয়ের সামনে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধ অনুষ্ঠিত হয়।শ্রীপুরের বিশিষ্ট শিল্পপতি ফজলুল হক ফরাজীর দ্বিতীয় সন্তান ছিলেন মাহফুজ ফরাজী,তিনি প্লেজ হার্বার ইন্টারন্যাশনাল স্কুলের মেধাবী শিক্ষার্থী ছিলেন।মানববন্ধনে নিহত মাহফুজ ফরাজীর বাবা বলেন,গত সোমবার (১৫ মে) রাত অনুমান সাড়ে নয়টার দিকে নিজ বাড়িতে খাবার খাচ্ছিলো মাহফুজ, এসময় একটি প্রাইভেটকারে তৌফিক তার বন্ধুরা মাহফুজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।তারপর ঘন্টাখানেক পরে ফোন আসে মাহফুজ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় পরে আছে।পরে তৌফিকসহ তার বন্ধুরা একটি পিকাপ করে মাওনা চৌরাস্তা একটি হাসপাতালে সামনে রেখে চলে যায়।খবর পেয়ে পরিবারের লোকজন তাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যায়,সেখান থেকে ঢাকা নেয়ার পথে মাহফুজ মারা যায়।

নিহত মাহফুজের মা বাবা কান্নায় ভেঙে পড়ে বলেন তাদের ছেলে কে পরিকল্পিতভাবে হত্যা করে দূর্ঘটনার নাটক সাজিয়েছে, এই হত্যাকারী তৌফিকের বিচার চান তারা।

নিহত মাহফুজের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ এটা একটি পরিকল্পিত হত্যা কান্ড।তাই আজকে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবী জানান এলাকাবাসী।উক্ত মানববন্ধনে মাহফুজের দাদা উমর আলী ফরাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওনা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, মাহফুজের পিতা ফজলুল হক ফরাজী, মাহফুজের মা রোমানা আক্তারসহ এলাকার শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী সহ এলাকার কয়েক হাজার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এ এফ এম নাসিম জানান, ঘটনাস্থল যেহেতু গাজীপুর সদর থানার আওতাধীন ওই থানায় মামলা করতে হবে।