শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার্থী ৩৭৯

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪০ এএম, ২০ মে ২০২৩ শনিবার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার(২০ মে) দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারা বাংলাদেশে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে এবারের ভর্তি পরীক্ষার্থী সংখ্যা ৯৬ হাজার ৪৩৫ জন। পবিপ্রবিতে এবার বি ইউনিটে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবে ৩৭৯ জন ভর্তি পরীক্ষার্থী। পবিপ্রবির কৃষি অনুষদ ভবনের বি ব্লক এবং সি ব্লকের সর্বমোট ১০টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩৪১২২২ রোল থেকে ৩৪১৬০০ রোল পর্যন্ত পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পবিপ্রবি ভর্তি কমিটির আহবায়ক প্রফেসর ড. ফজলুল হক বলেন,বি ইউনিটে আমাদের এইখানে ৩৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।পরীক্ষা আগামীকাল দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র ইতিমধ্যেই আমাদের কাছে চলে আসছে। পরীক্ষাকেন্দ্রীক আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।