শ্যামরার বাজার সেচ্ছাসেবী সংগঠন এর নতুন কমিটি গঠন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১১:৩৬ এএম, ২০ মে ২০২৩ শনিবার
সম্পন্ন হলো ২০২৩-২০২৫ মেয়াদের শ্যামরার বাজার সেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন । ২০ মে শুক্রবার, মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের শ্যামরার বাজারে স্থানীয় ইউপি সদস্য জামাল আহমদের সভাপতিত্বে উক্ত কমিটি গঠন অনুষ্ঠিত হয় ।
আব্দুল্লাহ আল মুমিন তানজিলকে সভাপতি ও খালেদ আহমেদ শুভকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় । এ সময় জাকারিয়া আহমেদ, শিপন আহমেদ, মাহমুদ কলি পলাশ ও আবুল কালামকে আজীবন সদস্য করা ছাড়াও ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয় । নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করেন শ্যামরার বাজার সেচ্ছাসেবী সংগঠনের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ ইমরান খাঁন । উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে সংগঠন সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
