মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

কুমিল্লায় বিএনপির বিভাগীয় জনসমাবেশ অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, কুমিল্লা জেলা প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৯ এএম, ২০ মে ২০২৩ শনিবার

গণতন্ত্র পুনরুদ্ধার দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সরকারের পদত্যাগ,খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০দফা দাবিতে কুমিল্লায় জনসমাবেশ করেছে জেলা উত্তর-দক্ষিণ ও মহানগর বিএনপির অঙ্গসহযোগী সংগঠন।

 শুক্রবার বিকেলে নগরের কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোড বিএনপির কার্য‌্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়া,সহসাংগঠনিক সম্পাদক সাইয়িদুল হক সাঈদ।

এসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “মনের সুখে লাঠিপেটা করবেন তা আর হবেনা, বিএনপি আর ছেড়ে দেবে না।”

তিনি আরোও বলেন, দেশের গণতন্ত্রের মুক্তির জন্য বিএনপি আন্দোলন করছে। দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দূনীর্তি মুক্তির জন্য এ আন্দোলন। তাছাড়া তিনি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।

কেন্দ্রীয় বিএনপির এাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠিত  জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সাবেক এমপি রাশেদা বেগম হীরা, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম,মহানগর বিএনপির আহবায়ক উৎবাদুল বারী আবু,মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াছিম,মহানগর সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,জেলা বিএনপির সদস‌্য সচিব হাজী জসিম উদ্দিনসহ মহানগর ও কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দরা।