মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৯ মে ২০২৩ শুক্রবার

বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৮মে) বিকেলে কুমিল্লা সেনানিবাসে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন এর ব্যবস্থাপনায় এবং ১০১ পদাতিক ব্রিগেড এর আয়োজনে ১৩ই মে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে। এদের মধ্যে ১৭ পদাতিক ডিভিশন ও ৫৫ পদাতিক ডিভিশনের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ১৭ পদাতিক ডিভিশন ৯ পয়েন্ট বেশি নিয়ে ৫৫ পদাতিক ডিভিশনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করেন  ৫৫ পদাতিক ডিভিশনের সৈনিক রুহুল আমিন এবং নবীন খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করেন ৪৬ স্বতন্ত্র পদাতিক ডিভিশনের খেলোয়াড় মনিরুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মোঃ মাইনুর রহমানসহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, কুমিল্লা সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।