পঞ্চগড়ে গলায় লিচু আটকে শিশুর মৃত্যু
মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়
প্রকাশিত : ০৯:২৮ পিএম, ১৭ মে ২০২৩ বুধবার
পঞ্চগড়ে লিচু খাওয়ার সময় গলায় আটকে মোঃ রায়হান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) দুপুরে আটোয়ারী উপজেলার সোনাপাতিলা কোটগছ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।নিহত রায়হান একই এলাকার আব্দুর রজ্জাক এর ছেলে। পঞ্চগড় সদর থানা পুলিশের উপ-পরিদর্শক এস আই মোঃ হাফিজুর রহমান শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে লিচু খাচ্ছিল রায়হান। এ সময় হঠাৎ একটি লিচু খোসাসহ মুখে দিলে তার গলায় আটকে যায়। পরে পরিবারের লোকজন দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
