মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

লাকসামে সমলয় চাষাবাদে বোরো ধানের বাম্পার ফলন

​মোঃ আবুল কা​লাম লাকসাম কুমিল্লা 

প্রকাশিত : ০৮:০২ পিএম, ১৪ মে ২০২৩ রোববার

কুমিল্লার লাকসামে সমলয় চাষাবাদে ৫০ একর জমিতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি ব্লকের গাইনের ডহরায় বাস্তবায়িত সমলয়ের জমির ধান কর্তন উৎসব উদ্বোধনকালে কৃষকদের উৎফুল্ল দেখা যায়।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শনিবার সমলয় মাঠে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তনের উদ্বোধন করেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রুবেল মিয়া, লাকসাম পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আহমেদ, লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সমলয় কৃষক গ্রুপের সভাপতি শেখ মোঃ রোকন উদ্দিন মজুমদার, সেক্রেটারি শেখ মোঃ জাহিদ হোসেন মজুমদারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারীভোগী ও সাধারণ কৃষক-কৃষানীবৃন্দ।
ঐদিন কৃষক মোঃ আব্দুল করিম, শেখ জাহিদ হোসেন মজুমদার, আনোয়ার হোসেন, আব্দুল বারেক, আব্দুল লতিফ, আব্দুল খালেক, শেখ রোকন উদ্দিন মজুমদারের জমির ধান কর্তন করা হয়।
লাকসাম পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদ জানান, এ ইউনিয়নের ৫০ একর সমলয়ের মাঠে ধানের বাম্পার ফলন পেয়ে উপকারভোগি ৬৩ জন কৃষকের মুখে হাসি ফুটেছে। আমরা চাই আমাদের এলাকায় সমলয় পদ্ধতির ব্যাপক প্রসার ঘটুক। এতে কৃষকরাও লাভবান হবে; দেশের উৎপাদনও বৃদ্ধি পাবে।
উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, ব্রিধান-৯২ জাতের ধানের জীবনকাল ১৬০ দিন। কিন্তু রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা লাগানোর ফলে ১৩০ দিনেই ধান পেকেছে। এখন আমরা কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন করছি। ফলে আমাদের ২০-২৫ থেকে ৩০ দিন সময় কম লেগেছে। আমরা নমুনা শস্য কর্তন করে হেক্টর প্রতি ৮.১০ মেট্রিক টন ফলন পেয়েছি। জীবনকাল কম এবং ফলন অনেক বেশি হয়েছে। এতে কৃষকরাও অত্যন্ত খুশি।
তিনি জানান, এবার লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি ব্লকের গাইনের ডহরায় বাস্তবায়িত সমলয়ের জমিতে আবাদকৃত ব্রিধান-৯২ জাতের বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে ৮.১০ মেট্রিক টন। এতে বোরো আবাদে কৃষকদের আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।