মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

কুমিল্লার দাউদকান্দিতে ১২শ’ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২

সাইফুল ইসলাম, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ১৪ মে ২০২৩ রোববার

কুমিল্লার দাউদকান্দিতে দুই বাসযাত্রীর শরীর থেকে ১২শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। রবিবার হাইওয়ে পুলিশের মাদকবিরোধী এ অভিযানে দুই বাসযাত্রীকেও গ্রেফতার করা হয়।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, দাউদকান্দি হাইওয়ে থানার টিএসআই মোঃ কামাল হোসেন দাউদকান্দি মডেল থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোডের ঢাকামুখী লেনে সেন্টমার্টিন পরিবহনের একটি  যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৩-২৫১১) যাত্রী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খটিয়াভাঙ্গা গ্রামের মোঃ ইছহাক  ও কেউদিয়া গ্রামের আব্দুল্লাহর দেহ তল্লাশি করে ১২০০ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য তিন লক্ষ ষাট হাজার টাকা। 
 
তিনি আরোও বলেন, হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।