মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

পাংশায় বাহাদুরপুরে ভিডব্লিউবি এর কার্ডের চাউল বিতরণ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ১৪ মে ২০২৩ রোববার

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা বিষয়ক মন্ত্রণালয় ভিডব্লিউবি কার্ডের আওতাধীন ২০২৩-২৪ চক্রের উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণের উদ্বোধন করেন ১নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজিব হোসেন। 

 

রবিবার (১৪ মে) বেলা ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে  ভিডব্লিউবি কার্ডের চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব ইন্দ্রোজিৎ সরকার, ইউপি সদস্য ওয়াজেদ আলী ডাবলু, পারুল আক্তার প্রমূখ।

 

মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের ইউপি চত্বরে উপকারভোগীদের মাঝে ১৬০ জন উপকারভোগীকে ৩০ কেজি করে বস্তার চাউল দেওয়া হয়।