বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

নওগাঁয় উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের অসন্মানিত করায় মানববন্ধন

আবু রায়হান রাসেল নওগাঁ

প্রকাশিত : ০২:০৩ পিএম, ১৩ মে ২০২৩ শনিবার

নওগাঁর পতিসরে রবীন্দ্রজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের অসন্মানিত করার প্রতিবাদস্বরুপ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় মুক্তিরমোড় কেন্দ্রী শহীদমিনারের সামনে প্রধান সড়কে ঘন্টাব্যপী এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে বাসদের প্রকাশনা ভ্যানগার্ড পাঠক ফোরাম।

 

সভাপতিত্ব করেন ভ্যানগার্ড পাঠক ফোরামের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রতন সাহা রঘু। এ সময় বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল। এ সময় দাবীর সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সাধারন সম্পাদক শফিক ছোটন, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, বাসদের নেতা কালিপদ সরকারসহ অন্যান্যরা।

এ সময় জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।