কুমিল্লায় র্যাব এর অভিযানে গাজাঁসহ আটক-১
সাইফুল ইসলাম কুমিল্লা
প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১১ মে ২০২৩ বৃহস্পতিবার
কুমিল্লার র্যাব এর বিশেষ অভিযানে জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকা থেকে ১০ কেজি গাঁজা’সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
বৃহস্পতিবার র্যাব-১১ সিপিস-২ এর উপপরিচালক ও স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব ।
র্যবা জানায়, গাপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার সকালে জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ কেজি গাঁজা’সহ জেলার কোতয়ালী মডেল থানার দৌলতপুর গ্রামের মোঃ রিমনকে গ্রেফতার করা হয়।
র্যাব আরোও জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।
