মাদকাসক্ত ছেলেকে গলাকেটে হত্যা, আসামী পিতা পিবিআই এর হাতে গ্রেফতা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৭:১৮ পিএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার
গাজীপুরে মাদকাসক্ত ছেলেকে গলাকেটে হত্যা, আসামী পিতা পিবিআই এর হাতে গ্রেফতার।
গাজীপুরে মাদকাসক্ত ছেলেকে হত্যার ঘটনায় ওমর ফারুক ওরফে সবুজ (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার (৭ মে) রাতে নেত্রকোনার কেন্দুয়া থানাধীন কান্দুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মোহনগঞ্জ থানার কানুহারী এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
নিহতের মা মোছা দিলুয়ারা আক্তার ওরফে আঙ্গুরা স্বামীকে নিয়ে গাজীপুরের জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা উত্তরপাড়া এলাকায় প্যান্টাক্স গার্মেন্টস সংলগ্ন হযরত আলীর বাসায় ভাড়ায় থাকতেন। তার বড় ছেলে আশরাফুল আলম (৩৩) গাজীপুরের টঙ্গী এলাকায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতো, তিনি একজন উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। তিনি সাত-আটটি বিয়ে করেছেন। সব সময় নেশা জাতীয় দ্রব্য সেবন করে, প্রায় সমই তার মা-বাবার কাছে এসে নেশার টাকা দাবি করতেন। না দিলে বাবা-মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
৫ মে রাত সাড়ে ৮টার দিকে ছেলে আশরাফুল আলম স্থানীয় বাজার থেকে একটি ধারালো চাপাতি কিনে আনেন। বাসায় এসে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তার বাবার কাছে ৭ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না চাইলে চাপাতি দিয়ে মা ও বাবাকে খুন করার হুমকি দেন।
দিনগত রাত ৩টার দিকে স্ত্রীকে ডেকে ছেলেকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যার কথা জানান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দিলুয়ারা আক্তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন। মামলাটি পিবিআই ছায়া তদন্ত শুরু করে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত সবুজকে গ্রেফতার করা হয়।
