মেহেরপুরের গাংনীতে নিজ ঘরের আগুন নেভাতে গিয়ে গৃহকর্তা আহত
মেহেরপুর প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ৮ মে ২০২৩ সোমবার
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে নিজ ঘরের আগুন নেভাতে গিয়ে হাসান আলী (৩০) নামের এক গৃহকর্তা আহত হয়েছেন। আহত হাসান গজারিয়া হেমায়েতপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
আজ রবিবার বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,বিকেলের দিকে রান্না ঘরের চূলা থেকে হাসান আলীর বসতঘরে আগুন লাগে। এসময় তিনি আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারাত্বক ভাবে আহত হন। খবর পেয়ে স্খানীয় বামন্দী ফায়ার স্টেশনের একটিদল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। তবে তার আগেই ঘরের গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে যায়৷ এদিকে ফায়ার স্টেশনের সদস্যরা আহত হাসানকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
