বাহরাইনের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৮ মে ২০২৩ সোমবার
বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) ড. শেখ আব্দুল্লাহ বিন আহমেদ বিন আব্দুল্লাহ আল খালিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম।
রোববার (৭ মে) রাতে এক বার্তায় এ তথ্য জানায় মানামার বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, গত ৩ মে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত নজরুল ইসলাম। সাক্ষাতে রাষ্ট্রদূত আবদুল্লাহকে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার অনুষ্ঠিত ফরেন অফিস কনসালটেন্টের (এফওসি) প্রথম রাউন্ডের ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ দেন এবং চলতি বছর ঢাকায় দুদেশের মধ্যে এফওসির দ্বিতীয় রাউন্ডের বৈঠক করার জন্য অনুরোধ জানান।
এছাড়া রাষ্ট্রদূত আটকে পড়া বাংলাদেশি শ্রমিক এবং পরিবারের সদস্যদের যাচাইকৃত তালিকা বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রদান করা হয়েছে বলেও জানান। একইসঙ্গে তাদের দ্রুত ভিসা প্রদানের জন্য অনুরোধ করেন।
আন্ডার সেক্রেটারি রাষ্ট্রদূতকে উপর্যুক্ত সকল বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেন এবং দু’দেশের সম্পর্কোন্নয়নে তার সরকার কাজ করছে বলেও জানান।
