চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস পালিত
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত : ১০:১৯ পিএম, ১ মে ২০২৩ সোমবার
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), সাংস্কৃতিক সংগঠন উদীচী, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ইসলামিক ফাউন্ডেশনের উপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল, জেলা জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ অন্যরা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন- উৎপাদন, শ্রমের মর্যাদা, শ্রমিকের জীবনের নিরাপত্তা, ছুটি, বিনোদন সবমিলিয়ে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর কলকারখানাগুলো জাতীয়করণ শুরু করেছিলেন। তিনি বলেন- আমরা এখন ৪র্থ শিল্প বিপ্লবের সময়ে প্রবেশ করেছি। তাই আমাদের শ্রমিকদের তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। তা না হলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে না। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের যে ঘোষণা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে তা বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
এদিকে, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান মে দিবস পালন করেছে সাংস্কৃতিক সংগঠন উদীচী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদ। এ উপলক্ষে সকাল ১০টায় শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে থেকে লাল পতাকা মিছিল বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে এসে জেলা স্টেডিয়ামের সামনে শেষ হয়।
সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি ভবনে সাংস্কৃতিক সংগঠন উদীচী কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা উদীচীর সহ সভাপতি ও স্বাধীনতা সরকারি চাকুরিজীবী জাতীয় পরিষদের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশে কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি ইসরাইল সেন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন , জেলা কৃষক সমিতির সভাপতি হুমায়ন কবীর, সদর উপজেলা শাখার সহসভাপতি সারিফুর রহমান, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক ও চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি আলী উজ্জামান নূর প্রমূখ। স্বাগত বক্তব্য দেন উদীচীর সাধারণ সম্পাদক আমিরুল মোমেনিন। সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক গোলাম মাওলা।
