ভূয়া ফেসবুক আইডি দিয়ে ভাইস চেয়ারম্যানের নামে অপপ্রচার; থানায় জিড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১০:১৬ পিএম, ১ মে ২০২৩ সোমবার
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জালাল উদ্দিন বিশ্বাসকে নিয়ে অপপ্রচারে লিপ্ত একটি কুচক্রি মহল। তাকে নিয়ে সম্প্রতি ফেসবুকে বিভিন্ন নামে (ভূয়া) আইডি খুলে রাজনৈতিক ও পারিবারিক ভাবে সম্মানহানী করার চেষ্ঠা করছে চক্রটি। এ ঘটানায় মো. জালাল উদ্দিন বিশ্বাস গত ২৮ এপ্রিল (শুক্রবার) পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়েছে, ইংরেজিতে লেখা “রাজবাড়ী নিউ লাইভ, পাংশা নিউজ লাইভ” বাংলায় লেখা “ভোরের সকাল, পাংশা উপজেলার নিউজ ও ছুটির ঘন্টা নামে ফেসবুকে আইডি খুলে তার রাজনৈতিক পদবী উল্লেখ করে বিভিন্ন মিথ্যা তথ্য লিখে এবং বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা পরিচয়ে একটি মেয়ের মুখ মন্ডলী ঘোলা একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। সেই ভিডিওতে উক্ত নারী বলছেন, তাকে বিয়ের আশ্বাসে ভারতের দিঘায় ও কলকাতায় নিয়ে ধর্ষন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জালাল উদ্দিন বিশ্বাস তরুণ কন্ঠ প্রতিবেদককে বলেন, দির্ঘদিন ধরে একটি কুচক্রি মহল আমার রাজনৈতিক ও পারিবারিক ভাবে সম্মানহানী করার জন্য উঠে পড়ে লেগেছে। আমার বিরুদ্ধে যে সকল তথ্য প্রকাশ করেছে সে সকল তথ্যের কোন ভিত্তি নেই এবং সকল তথ্য মিথ্যা ও বানোয়াট। এ বিষয়টির খোজ নিতে জেলার বালিয়াকান্দি উপজেলার একাধীক সংবাদ কর্মীর সহযোগীতা নিয়েও ওই নারীর কোন খোজ পাওয়া যায়নি।
