সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব পদে যোগ দিলেন খলিল আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৭:৫১ পিএম, ৩০ এপ্রিল ২০২৩ রোববার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন খলিল আহমদ। রোববার (৩০ এপ্রিল) তিনি কর্মস্থলে যোগদান করেন।
এ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনিযুক্ত সচিবকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিমন্ত্রী কে এম খালিদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
গত ১৮ এপ্রিল পল্লী উন্নয়ন অ্যাকাডেমি বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদকে সচিব পদে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদায়নের জন্য এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৯৯৩ সালের ১ এপ্রিল বিসিএস প্রশাসন ক্যাডারে ১১তম ব্যাচে সহকারী কমিশনার হিসেবে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন খলিল আহমদ। তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ময়মনসিংহের ভালুকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলায় দায়িত্ব পালন করেন।
উপ-সচিব হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও অর্থ বিভাগে কর্মরত ছিলেন। পরে যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেয়ে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। অতিরিক্ত সচিব হিসেবে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে দায়িত্ব পালন করেন। সর্বশেষ মহাপরিচালক হিসেবে পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ) বগুড়ায় কর্মরত ছিলেন।
