আইসিসির ফেসবুক পেজের কাভারে বাংলাদেশ
প্রকাশিত : ০৮:২৬ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

সোমবার বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে বিসিবি। যদিও উন্মোচনের পর থেকেই জার্সির ডিজাইন নিয়ে শুরু হয় জোর বিতর্ক। এর প্রেক্ষিতে জার্সি পরিবর্তনের কথাও জানিয়েছে বোর্ড।
এদিকে নতুন জার্সি পরিহিত বাংলাদেশ দলের একটি ছবি নিজেদের ফেসবুক পেজের কাভার ফটো করেছে আইসিসি। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ছবি পোস্ট করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।
গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ফটোসেশনে অংশ বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। যদিও ওই ফটোসেশনে উপস্থিত ছিলেন না দলের অন্যতম সদস্য সাকিব আল হাসান। এ নিয়ে পরে অসন্তোষও প্রকাশ করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
এদিকে বাংলাদেশের এবারকার জার্সি নিয়ে চলছে তুমুল সমালোচনা। বিশেষ করে জার্সিতে চিরচেনা লাল-সবুজের কম্বিনেশন না থাকায় ক্ষুব্ধ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তাদের অভিযোগ এই জার্সি পাকিস্তান দলের জার্সির অনুকরণে তৈরি। এই জার্সির সাথে মিল রয়েছে আয়ারল্যান্ডের জার্সিরও।
এই বিতর্কের মুখে জার্সির ডিজাইন পরিবর্তনের কথা জানায় বিসিবি। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, জার্সি পরিবর্তনের জন্য আইসিসির সাথে কথা বলবেন তারা।