মনোহরগঞ্জে নয়নপুর এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও মিলাদ অনুষ্ঠিত
কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ
প্রকাশিত : ০১:২৭ এএম, ১৪ এপ্রিল ২০২৩ শুক্রবার
মনোহরগঞ্জে নয়নপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মিলাদ অনুষ্ঠিত
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নয়নপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মাহফিল সকালে বিদ্যালয়ের মিলনায়তনে অlনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়নপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন শুভেচ্ছা বক্তব্যে রাখেন পরে সহকারি শিক্ষক মোঃ আব্দুল মুবিন ও শামসুল হুদা সুমন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানারহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু হরে কৃষ্ণ দেবনাথ, হাজী অহিদ উল্লাহ পাটোয়ারী, ডাঃ বেলায়েত হোসেন, নুরুল আমিন সহ আরো অনেকে।
এসময় শিক্ষার্থীরা মানপত্র পাঠ কালে শিক্ষার্থীদের বিদায়ী কন্ঠে বলেন, ‘আমরা ভালভাবে পরীক্ষায় পাশ করে স্কুলের সুনাম অর্জন করতে চাই।
অনুষ্ঠানে সভাপতি মোঃ কামাল হোসেন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,
তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালোভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
