তেঁতুলিয়ায় ট্রাক চাপায় মটরসাইকেল আরোহী নিহত
মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়
প্রকাশিত : ০১:০৩ পিএম, ১০ এপ্রিল ২০২৩ সোমবার
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে ভেরসা ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী মোঃ সাইফুল ইসলাম তারেক (৩০) । রোববার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বুড়াবুড়ি বাজার সংলগ্ন পঞ্চগড় - বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। নিহত মোঃ সাইফুল ইসলাম তারেক উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুল পাড়া গ্রামের আব্দুল জব্বারের বড় ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সাইফুল নামে মোটরবাইক আরোহী পঞ্চগড় থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাংলাবান্ধা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের বুড়াবুড়ি বাজার সংলগ্ন এলাকায় পৌঁছাতে পঞ্চগড়গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হন। পরে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক পালিয়ে যায়। এ ব্যাপারে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হলেও চালক পলাতক রয়েছে।
