নোয়াখালী চাটখিলে পুলিশের দুদফায় বাধায় বিএনপির অবস্থান কর্মসূচি
সাইফুল হাসান
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৮ এপ্রিল ২০২৩ শনিবার
নোয়াখালী চাটখিলে পুলিশের দুদফায় বাধায় বিএনপির অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল, সমাবেশ ।
সারাদেশে বিএনপির অবস্থান কর্মসূচির অংশ হিসাবে নোয়াখালী চাটখিলে শনিবার দুপুরে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে অবস্থান কর্মসূচি শুরু করলে পুলিশ দুই দফা বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
পরে চাটখিল সেন্টার পয়েন্টের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন। এ সময় উপজেলা বিএনপির ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মামুনুর রশিদ মামুন বলেন, তারেক রহমানের নেতৃত্বে ১০ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
