বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

মান্দায় ভালাইন ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মান্দা নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩০ পিএম, ৮ এপ্রিল ২০২৩ শনিবার

নওগাঁর মান্দায়  দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনায় এবং  সাবেক এমপি মরহুম শামসুল আলম প্রামাণিকের  স্মরণে আলোচনাসভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বৈদ্যপুর উচ্চ বিদ্যালয় মাঠে ২ নং  ভালাইন ইউনিয়ন বিএনপির আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ভালাইন ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ইয়াছিন আলী মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম এ মতিন।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  মান্দা উপজেলা বিএনপির আহবায়ক ও গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ.কে. এম নাজমুল হক নাজু,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সহ-সভাপতি মোনোজিৎ কুমার, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু এবং ২নং ভালাইন ইউনিয়ন বিএনপি’র  যুগ্ম আহবায়ক  আবু বক্কর ছিদ্দিক প্রমূখ।
এসময় উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল হক বাদল, উপজেলা কৃষকদলের আহবায়ক সুলতান আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেক, ২নং ভালাইন ইউনিয়ন বিএনপি’র  সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মান্দা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক রাজুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।