চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবসে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১২:০৬ পিএম, ৮ এপ্রিল ২০২৩ শনিবার
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৩ উপলক্ষ্যে "HEALTH FOR ALL- সবার জন্য স্বাস্থ্য" এ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবেন্দ্র নাথ উরাঁও, উপপরিচালক, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জ ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ এস এম মাহমুদুর রশিদ, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
