ডিএনে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ- বিনা দোষে ৮ মাস জেল খাটলেন পাংশার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ৩ এপ্রিল ২০২৩ সোমবার
ডিএনে পরীক্ষার রির্পোট নেগেটিভ হলেও শুধু শুধু ৮ মাস জেল হাজত খাটলেন রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির সেনগ্রাম কালিতোলা গ্রামের সহিদ সরদারের ছেলে আকাশ সরদার। গত(২ এপ্রিল) সরেজমিনে ঐ ইউপির সেনগ্রাম কালিতোলা গ্রামের সহিদ মন্ডলের বাড়িতে গিয়ে সহিদ সরদারের পরিবার সহ এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানান সহিদ মন্ডলের সাথে প্রতিবেশী নজরুর নজু প্রমানিকের সাথে জমাজমি ও পারিপার্শ্বিক বিষয়াদি নিয়ে মানোমানিল্য চলছিল। সুত্র জানান, গত ২০২২ সালের ৮ রোজার দিনে আকাশ সরদার খেত হতে ছাগল ধরে নজরুল ইসলামের বাড়ীতে দিতে গিলে নজরুলের কন্যা নূরজাহান এবং তার বাড়ীর লোকজন মিলে আকাশের সাথে। কথা কাটাকাটিকে কেন্দ্র করে ঝড়গা বিবাদের সৃষ্টি হয়। সূত্র জানান, এরই জের ধরে আকাশ সরদার নজরুল ইসলামের কন্যাকে জোর পূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে। এমন অভিযোগ এনে নজরুলের স্ত্রী কাজলী খাতুন বাদী হয়ে পরবর্তীতে রাজবাড়ী আদালতে সর্বনি ক চিহ্নিত একটি ধর্ষণ মামলা দায়ের করে। যার নং ৭১/২০২২ইং। এই মামলায় যুবক আকাশ সরদার ৮ মাস জেল হাজত খাটার পর প্রায় ৩ মাস আগে জামিনে আসে এবং আকাশ জামিনে বের হয়ে আসার পর নজরুল ইসলামের বাড়ীর লোকজন আকাশের বাড়ীর লোকজনকে উদ্দেশে করে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ তাদের বাড়ি ঘরের বেড়া ভাংচুর করে ক্ষতি সাধন করে। সুত্র জানান, সহিদ সরদারের ছেলে আকাশ সরদারকে অভিযুক্ত করে নজরুলের স্ত্রী বাদী হয়ে যে মামলা দায়ের করেন তা গত ০৪/০৯/ ২০২২ ইং তারিখে ঐ মামলার ডিএনের পরীক্ষার রিপোর্ট আসে নেগেটিভ। আকাশের বাবা সহিদ সরদার জানান প্রতিবেশী নজরুল ইসলাম তার কন্যাকে দিয়ে আমার ছেলে আকাশের বিরুদ্ধে হয়রানী ও প্রতারনা মামলা দিয়ে আমার প্রায় ৩ হতে সাড়ে ৩ লাখ টাকা ক্ষতি করিয়েছে এবং সেই সাথে আমার ও আমার পরিবারের মান-সম্মান ক্ষুন্ন করেছে। আমি এর বিচার চাই।
