বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

মহাদেবপুরে টিসিবি`র পণ্য বিতরণ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১ এপ্রিল ২০২৩ শনিবার

নওগাঁর মহাদেবপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে। শনিবার (১ এপ্রিল ) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৭ নং সফাপুর ইউনিয়নে কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়।

ইউ'পি সদস্য হোসেন আলী বলেন,এ ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডে ১হাজার ৫৯২ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়। ৪৭০ টাকার এসব পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল, ১ কেজি চিনি এবং এক কেজি ছোলা রয়েছে । বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষ।

সফাপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।